আইসল্যান্ড, যা এতদিন মশামুক্ত দেশ হিসেবে পরিচিত ছিল, সেখানে প্রথমবারের মতো মশা শনাক্ত হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে দেশটির তাপমাত্রা বাড়ছে, যা মশার মতো ঠান্ডা-সহনশীল কীটের টিকে থাকার উপযোগী পরিবেশ তৈরি করছে।
কিয়োস অঞ্চলে ‘সুলিসেটা অ্যানুলাটা’ নামের ঠান্ডা সহনশীল মশার প্রজাতি পাওয়া গেছে।
আইসল্যান্ডের ন্যাচারাল সায়েন্স ইনস্টিটিউটের পতঙ্গবিদ ম্যাথিয়াস আলফ্রেদসন এই আবিষ্কারটি নিশ্চিত করেছেন। এক শখের বিজ্ঞানীর পাঠানো নমুনা নিজে পরীক্ষা করে তিনি মশাগুলো শনাক্ত করেন।
তিনি জানান, "কিডাফেল, কিয়োস অঞ্চলে 'সুলিসেটা অ্যানুলাটা' প্রজাতির তিনটি মশা পাওয়া গেছে দুটি স্ত্রী ও একটি পুরুষ। এগুলো মথ ধরার জন্য ঝোলানো ওয়াইন রশিতে আটকা পড়ে।"
বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই আশঙ্কা করছিলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে মশা আইসল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করতে পারে, বিশেষ করে দেশটির জলাভূমি ও পুকুর-সংবলিত পরিবেশে। এখন দেখা যাচ্ছে, সেই আশঙ্কা বাস্তবে রূপ নিচ্ছে।
উল্লেখ্য, উত্তর গোলার্ধে তাপমাত্রা বৃদ্ধির হার বিশ্ব গড়ের চেয়ে চারগুণ বেশি। বরফ গলছে, উষ্ণ জলবায়ুর মাছও ধরা পড়ছে আইসল্যান্ডে। একইভাবে যুক্তরাজ্যেও বহিরাগত মশা শনাক্ত হচ্ছে, যা ডেঙ্গু ও অন্যান্য রোগ ছড়াতে পারে।
মন্তব্য করুন: