[email protected] শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২

উচ্চ আয়ের অমুসলিম বিদেশিদের মদ কেনার অনুমতি দিল সৌদি আরব

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫ ১৫:১২ পিএম

ছবি : সংগৃহীত

উচ্চ আয়ের অমুসলিম বিদেশি বাসিন্দাদের অ্যালকোহল কেনার অনুমতি দিয়ে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা আরও শিথিল করেছে সৌদি আরব। এখন থেকে মাসিক আয় ৫০ হাজার রিয়াল বা তার বেশি এমন অমুসলিম বিদেশিরা কেবল আয়ের প্রমাণ দেখিয়েই রিয়াদের একমাত্র মদের দোকানে প্রবেশ করতে পারবেন। ব্লুমবার্গ জানায়, গত বছর কূটনীতিকদের জন্য খোলা এই দোকানটি সম্প্রতি ‘প্রিমিয়াম রেসিডেন্সি’ধারীদের জন্যও উন্মুক্ত করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ এখনো বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ক্রেতারা মাসিক পয়েন্টভিত্তিক ভাতা ব্যবহার করে অ্যালকোহল কিনতে পারেন। একই সূত্রে জানা গেছে, আরও দুই শহরে নতুন মদের দোকান নির্মাণের কাজ চলছে।

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ মতে, বিদেশি বিশেষজ্ঞ পেশাজীবীদের আকৃষ্ট করাই এই নীতিগত পরিবর্তনের অন্যতম কারণ। বর্তমান কঠোর সামাজিক বিধিনিষেধ বিদেশিদের জন্য কাজের পরিবেশ তৈরি করতে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। পাশাপাশি ২০৩৪ সালের পুরুষদের ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিও প্রভাব ফেলেছে। বিশ্বকাপে আসা বিদেশি দর্শকেরা মদ কেনার সুযোগ প্রত্যাশা করেন বলে উল্লেখ করেছে পত্রিকাটি।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর