ভারত–পাকিস্তান ম্যাচের পর এবার বাংলাদেশ–ভারত ম্যাচেও দেখা গেল ‘নো হ্যান্ডশেক’। আজ জিম্বাবুয়ের বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে টসের সময় একে অপরের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতের অধিনায়ক আয়ুশ মাহাত্রে। টসের সময় দুজনই একে অপরকে এড়িয়ে যান।
হাত মেলানো কেন এড়িয়ে যাওয়া হয়েছে, তা কোন দলের সিদ্ধান্ত—এ বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক সময়ে ভারত–পাকিস্তান ম্যাচে ভারত একাধিকবার ‘হ্যান্ডশেক’ এড়িয়ে যাওয়ার নজির রয়েছে।
বয়সভিত্তিক ক্রিকেটে আইসিসির সবচেয়ে বড় আসর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এবার একই গ্রুপে খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও ভারত অনূর্ধ্ব-১৯ দল। কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ম্যাচটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন বাংলাদেশ–ভারত সম্পর্কে শীতলতা বিরাজ করছে।
ভারতে বাংলাদেশিদের নিরাপত্তা শঙ্কার কারণে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে বিশ্বকাপ শুরু হওয়ার কথা থাকলেও গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের মাটিতে নির্ধারিত।
উগ্রপন্থীদের হুমকির প্রেক্ষাপটে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় নিরাপত্তা ইস্যু নতুন করে আলোচনায় আসে। আইসিসির নিরাপত্তা বিশ্লেষক দলের অভ্যন্তরীণ প্রতিবেদনে ভারতে নিরাপত্তা ঝুঁকির কথাও উঠে এসেছে।
এমন প্রেক্ষাপটে বাংলাদেশ–ভারত ম্যাচে অধিনায়কদের হাত না মেলানোর ঘটনাকে অনেকেই দুই দেশের সম্পর্কের শীতলতার প্রতিফলন হিসেবে দেখছেন। যদিও ‘হ্যান্ডশেক’ বাধ্যতামূলক নয়, তবু খেলাধুলায় এটি সাধারণ সৌজন্য রীতি হিসেবেই বিবেচিত।
মন্তব্য করুন: