[email protected] শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
২৫ পৌষ ১৪৩২

মোদি আমাকে বলেছিলেন, ‘স্যার, আমি কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি’ ?

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬ ১৬:০১ পিএম

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া থেকে তেল কেনার কারণে ওয়াশিংটনের আরোপিত শুল্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ওপর খুব একটা সন্তুষ্ট নন। মঙ্গলবার রিপাবলিকান সদস্যদের এক সম্মেলনে ট্রাম্প জানান, মোদির সঙ্গে তাঁর সম্পর্ক ভালো হলেও শুল্ক ইস্যুতে অসন্তোষ রয়েছে।

ট্রাম্প বলেন, রাশিয়া থেকে তেল কেনা পুরোপুরি বন্ধ না করায় ভারতের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, যার মধ্যে ২৫ শতাংশ শাস্তিমূলক। তবে তাঁর দাবি, ভারত সম্প্রতি রাশিয়া থেকে তেল কেনা উল্লেখযোগ্যভাবে কমিয়েছে।

ছাড়া ট্রাম্প বলেন, ভারত পাঁচ বছর ধরে অ্যাপাচে হেলিকপ্টারের জন্য অপেক্ষা করছে। এই পরিস্থিতির পরিবর্তন হচ্ছে জানিয়ে তিনি বলেন, ভারত ৬৮টি অ্যাপাচে হেলিকপ্টার কেনার অর্ডার দিয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর