নিকোলা মাদুরো ক্ষমতায় আসার পরের কয়েক বছরে ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ স্বর্ণ সুইজারল্যান্ডে পাঠানো হয়েছিল। সুইজারল্যান্ডের শুল্ক দপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে প্রায় ১১৩ টন স্বর্ণ দেশটিতে পৌঁছায়, যার বাজারমূল্য ছিল আনুমানিক ৫২০ কোটি ডলার।
বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা নথি ও সুইস গণমাধ্যম এসআরএফ জানায়, এই স্বর্ণের উৎস ছিল ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংক। সে সময় দেশটি গভীর অর্থনৈতিক সংকটে পড়ায় সরকার স্বর্ণের মজুত বিক্রি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।
তবে ২০১৭ সালে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর ভেনেজুয়েলা থেকে সুইজারল্যান্ডে স্বর্ণ রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে যায়। শুল্ক তথ্য অনুযায়ী, ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত আর কোনো স্বর্ণ পাঠানো হয়নি।
এদিকে গত সোমবার সুইজারল্যান্ড সরকার মাদুরো ও তার ঘনিষ্ঠ ৩৬ সহযোগীর সম্পদ জব্দের নির্দেশ দিলেও ওই স্বর্ণের সঙ্গে এর সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
মন্তব্য করুন: