[email protected] শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
২৫ পৌষ ১৪৩২

এবার গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬ ১৬:০১ পিএম

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়ে আবারও সামরিক শক্তি ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন। হোয়াইট হাউস জানিয়েছে, আর্কটিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, প্রয়োজনে সামরিক বিকল্পও বিবেচনায় রয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি, গ্রিনল্যান্ড এলাকায় রাশিয়া চীনের সামরিক তৎপরতা বাড়ছে এবং ডেনমার্কের পক্ষে দ্বীপটির নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। এই প্রেক্ষাপটে আর্কটিক অঞ্চলের নিরাপত্তায় মার্কিন ভূমিকার প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেন ট্রাম্প।

তবে এই অবস্থানে ইউরোপীয় দেশগুলো উদ্বেগ জানিয়েছে। ডেনমার্কসহ একাধিক ইউরোপীয় দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল গ্রিনল্যান্ডের জনগণ ডেনমার্কের। কানাডাও ডেনমার্কের পাশে থাকার কথা জানিয়েছে।

এদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্মানজনক সংলাপের আহ্বান জানিয়েছেন। ডেনমার্ক অবশ্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা-সংক্রান্ত অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর