[email protected] শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২

তানোরে ২৪ ঘণ্টা ধরে নলকূপে আটকে দুই বছরের সাজিদ, ৩৫ ফুট খননেও মেলেনি সন্ধান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫ ১৩:১২ পিএম

ছবি : সংগৃহীত

রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে দুই বছরের সাজিদ এখনও নিখোঁজ। প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তাকে শনাক্ত করতে পারেনি উদ্ধারকর্মীরা। ফায়ার সার্ভিস জানিয়েছে, ৩৫ ফুট গভীর পর্যন্ত খনন শেষ হলেও শিশুটির অবস্থান মেলেনি। এরপর নতুন করে এস্কেভেটর দিয়ে আরও গভীর পর্যন্ত খনন শুরু হয়েছে।

রাজশাহী বিভাগের উপপরিচালক মঞ্জিল হক বলেন, ৩৫ ফুট পর্যন্ত খননের পরও শিশুটির কোনো চিহ্ন না পাওয়ায় আবার পাইপ ঢোকানো হয়, কিন্তু একটি নির্দিষ্ট গভীরতার পর তা আর নিচে নামেনি। পাইপের নিচে কী রয়েছে তা দেখতে সার্চ ভিশন লাইট পাঠানোর প্রস্তুতি চলছে। জন্য পাইপের গোড়ায় থাকা পিলারের ভারসাম্য ঠিক রাখতে পুনরায় মাটি সরানো হচ্ছে।

এর আগে উদ্ধারকর্মীরা খননকৃত গর্ত থেকে নলকূপের মধ্যে সুড়ঙ্গ তৈরির চেষ্টা করেন। সহকারী পরিচালক দিদারুল আলম জানান, সুড়ঙ্গেও শিশুটিকে না পেলে অন্য কৌশলে উদ্ধার অভিযান চালাতে হবে, কারণ নলকূপটির গভীরতা ১৫০ থেকে ২০০ ফুট হতে পারে।

গতকাল দুপুরে বাড়ির পাশে বিলে মায়ের সঙ্গে যাওয়ার সময় নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ। স্থানীয়দের ব্যর্থ চেষ্টার পর ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। শত শত মানুষ সেখানে জড়ো হয়ে শিশুটি নিরাপদে ফেরার আশায় প্রার্থনা করছেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর