[email protected] বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
১৯ ভাদ্র ১৪৩২

৩৮ লাখ টাকা ঘুষে নথি হস্তান্তরের অভিযোগে কর কমিশনার বরখাস্ত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

ফাইল ছবি

ঢাকার কর অঞ্চল-৫-এর সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুকে ঘুষ গ্রহণের অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

অভিযোগ অনুযায়ী, তিনি করদাতা সালাহ উদ্দিন আহমেদের আয়কর সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি অবৈধভাবে তার আইনজীবীর কাছে হস্তান্তর করেন।

ঘটনায় বলা হয়, ২০২৩-২৪ করবর্ষের আয়কর রিটার্ন, অর্ডার শিট, কর নির্ধারণী আদেশ, আপিল আদেশসহ গুরুত্বপূর্ণ নথিপত্র আইনজীবীর কাছে তুলে দেন অভিযুক্ত কমিশনার। এর বিনিময়ে তিনি প্রায় ৩৮ লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এনবিআর সূত্রে জানা গেছে, এই কর্মকাণ্ড সরকারি কর্মচারী বিধিমালা, ২০১৮-এর পরিপন্থী। এর প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং ওএসডি হিসেবে পদায়ন করা হয়েছে।

সাময়িক বরখাস্তকালীন সময় তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। এ ঘটনায় এনবিআর আলাদাভাবে তদন্ত কমিটি গঠন করেছে এবং বিভাগীয় প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর