[email protected] শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২

বিশ্বের দীর্ঘতম ফ্লাইট চালু, আকাশে উড়বে টানা ২৯ ঘণ্টা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫ ১৬:১২ পিএম

ছবি : সংগৃহীত

বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইট চালু করেছে চায়না ইস্টার্ন এয়ারলাইনস। প্রায় ২০ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে নতুন এই রুটে সময় লেগেছে টানা ২৯ ঘণ্টার মতো। চীনের সাংহাই থেকে যাত্রা শুরু করে ফ্লাইটটি আর্জেন্টিনার বুয়েনোস এইরেসে অবতরণ করেছে।

৪ ডিসেম্বর স্থানীয় সময় রাত ২টায় ছেড়ে যাওয়া ফ্লাইটটি অকল্যান্ডে সংক্ষিপ্ত বিরতি নিয়ে বিকেল ৪টা ৪৫ মিনিটে ইজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়, নির্ধারিত সময়েরচেয়ে ১০ মিনিট আগে।

বোয়িং ৭৭৭-৩০০ইআর মডেলের ৩১৬ আসনের এই বিমানটি জ্বালানি নেওয়া ও ক্রু পরিবর্তনের জন্য অকল্যান্ডে থেমেছিল। সে কারণে এটি নন-স্টপ ফ্লাইটের রেকর্ড না পেলেও যাতায়াতের মোট সময় বিবেচনায় বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক রুটের খেতাব অর্জন করেছে। সাংহাই থেকে বুয়েনোস এইরেস যেতে সময় লেগেছে ২৫ ঘণ্টার বেশি, আর ফিরতি পথে আরও চার ঘণ্টা যোগ হয়েছে।

নতুন এই রুট চালুর পর সাংহাই, অকল্যান্ড ও বুয়েনোস এইরেসে উৎসব আয়োজন করা হয়। চায়না ইস্টার্ন জানায়, এটি দক্ষিণ আমেরিকার সাথে সরাসরি আকাশপথে যোগাযোগ বাড়াবে এবং প্রশান্ত মহাসাগরের দুই প্রান্তকে যুক্ত করে ‘দক্ষিণাঞ্চলীয় করিডর’ তৈরি করবে। এর আগে সিঙ্গাপুর এয়ারলাইনসের ১৯ ঘণ্টার নিউইয়র্ক–সিঙ্গাপুর রুট ছিল দীর্ঘতম।

অস্ট্রেলিয়ার কান্তাস ২০২৭ সালে ২২ ঘণ্টার ‘প্রজেক্ট সানরাইজ’ ফ্লাইট চালুর পরিকল্পনা করছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর