[email protected] শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল বুলগেরিয়া

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫ ১৬:১২ পিএম

ছবি : সংগৃহীত

দুর্নীতি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে বুলগেরিয়া জুড়ে সরকারবিরোধী বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। বুধবার সন্ধ্যায় রাজধানী সোফিয়া এবং কৃষ্ণ সাগর উপকূলসহ কয়েক ডজন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে সরকারের পদত্যাগ দাবি করেন। এমন সময়ে এই আন্দোলন গতি পেয়েছে যখন দেশটি আগামী ১ জানুয়ারি থেকে ইউরোকে সরকারি মুদ্রা হিসেবে গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

বিক্ষোভকারীরা লেজার লাইট দিয়ে সংসদ ভবনে ‘পদত্যাগ’, ‘মাফিয়া আউট’ ও ‘সুষ্ঠু নির্বাচন’সহ নানা বার্তা প্রদর্শন করেন।

বুলগেরিয়ার সংসদ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী রোজেন ঝেলিয়াজকভের সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটের আয়োজন করবে, চলতি বছরের ১৫ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর এটি ষষ্ঠ অনাস্থা উদ্যোগ। গত সপ্তাহে সরকার ২০২৬ সালের বাজেট পরিকল্পনা প্রত্যাহার করলেও অসন্তোষ কমেনি। বিরোধীদল অভিযোগ করছে, বাজেট পরিকল্পনায় সামাজিক নিরাপত্তা অবদান ও লভ্যাংশে অতিরিক্ত কর আরোপের প্রস্তাব ছিল।

গত চার বছরে সাতটি জাতীয় নির্বাচন হওয়া দেশটিতে রাজনৈতিক অস্থিরতা গভীরতর হচ্ছে। বিক্ষোভকারীরা বলছেন, অভিজাততন্ত্র ও মাফিয়ার প্রভাবমুক্ত একটি ‘স্বাভাবিক’ বুলগেরিয়া ফেরত চাই।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর