সপ্তাহ না পেরোতেই আবারও বঙ্গোপসাগরে ভূমিকম্প হয়েছে। মঙ্গলবার সকাল ৭টা ৫৬ মিনিটে ৪.২ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে। ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, কেন্দ্রস্থল ছিল ২০.৫৬ উত্তর অক্ষাংশ এবং ৯২.৩১ পূর্ব দ্রাঘিমাংশে, ভূ-পৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে।
উৎপত্তিস্থল উপকূল থেকে দূরে হওয়ায় বাংলাদেশের কোনো স্থানে কম্পন অনুভূত হয়নি।
গত এক সপ্তাহে বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী এলাকায় একাধিক ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। গত ২৬ নভেম্বর রাতে বঙ্গোপসাগরে চার মাত্রার একটি কম্পন অনুভূত হয়েছিল। এর পর ১ ডিসেম্বর রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়ায় কয়েক সেকেন্ড স্থায়ী কম্পন টের পেয়েছিল বাসিন্দারা। আন্তর্জাতিক ভূকম্পন সংস্থা ইএমএসসি জানায়, ওই সময়ের ৪.৯ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র মিয়ানমারে ছিল।
এ পর্যন্ত দুই ভূমিকম্পেই কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক ধারাবাহিক কম্পন ভূ-গাঠনিক চাপ বৃদ্ধির ইঙ্গিত হতে পারে, তবে তাৎক্ষণিক ঝুঁকি নেই। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
মন্তব্য করুন: