[email protected] বৃহঃস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
১১ পৌষ ১৪৩২

মগবাজারে ককটেল বিস্ফোরণে যুবক নিহত, ফ্লাইওভার থেকে নিক্ষেপের অভিযোগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫ ২০:১২ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সামনে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে সিয়াম মজুমদার (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মগবাজার ফ্লাইওভারের নিচে নিউ ইস্কাটন রোড এলাকায় এ ঘটনা ঘটে। সিয়াম জাহিদ কার ডেকোরেশন নামের একটি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্যমতে, ফ্লাইওভারের ওপর থেকে নিচে একটি শক্তিশালী ককটেল নিক্ষেপ করা হয়, যা সিয়ামের মাথায় আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তার মাথা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি মারা যান। প্রত্যক্ষদর্শী ফারুক জানান, চা দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরণ ঘটে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত ককটেল হামলা বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিটিটিসি ও সিআইডির ফরেনসিক ইউনিট।

ডিএমপি জানায়, এটি জনমনে ভীতি ছড়ানোর উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক ককটেল সন্ত্রাসের অংশ হতে পারে। ঘটনার পর রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর