বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ থেকে ২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে ৩০ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার ইন্তেকালে অন্তর্বর্তীকালীন সরকার গভীর শোক প্রকাশ করেছে। রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে এই তিন দিনে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
এ ছাড়া ২ জানুয়ারি ২০২৬ তারিখে দেশের সব মসজিদে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
এর আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান, রাষ্ট্রীয় শোকের পাশাপাশি ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সারাদেশে সাধারণ ছুটি থাকবে। খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান হিসেবে বিবেচিত হচ্ছে।
মন্তব্য করুন: