[email protected] শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২

ভারত-চীনের পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্কারোপ করলো মেক্সিকো

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫ ১৬:১২ পিএম

ছবি : সংগৃহীত

দীর্ঘদিনের মুক্ত বাণিজ্যনীতির বাইরে গিয়ে ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াসহ বেশ কয়েকটি এশীয় দেশের পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে মেক্সিকো। দেশটির সিনেট ১ হাজার ৪০০–র বেশি পণ্যে এই নতুন শুল্কহার অনুমোদন করেছে।

যেসব দেশের সঙ্গে মেক্সিকোর বাণিজ্যচুক্তি নেই, তাদের পণ্যের ওপরই শুল্ক বসবে। বিলের পক্ষে ভোট পড়ে ৭৬টি, বিরোধিতা ৫টি এবং বিরত থাকে ৩৫ জন। শুল্কহার আগামী বছর কার্যকর হয়ে ২০২৬ সাল পর্যন্ত ধাপে ধাপে বিস্তৃত হবে।

নতুন শুল্ক মূলত শিল্পকারখানার কাঁচামাল ও ভোক্তা পণ্যকে প্রভাবিত করবে—যার মধ্যে রয়েছে গাড়ি, যন্ত্রাংশ, টেক্সটাইল, পোশাক, প্লাস্টিক, ধাতু ও জুতা। বেশিরভাগ পণ্যে করহার ৩৫ শতাংশের মধ্যে থাকলেও কিছু পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপ হবে।

ভারত দীর্ঘদিন ধরে মেক্সিকোকে লাতিন আমেরিকার কৌশলগত বাজার হিসেবে দেখছে। নতুন শুল্কনীতি সেই সুবিধা সংকুচিত করতে পারে। আমদানিনির্ভর মেক্সিকান কারখানাগুলো ইতোমধ্যে সতর্ক করেছে—এতে উৎপাদন ব্যয় বাড়বে এবং মূল্যস্ফীতি উসকে যেতে পারে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের চাপই মেক্সিকোর এই সুরক্ষাবাদী সিদ্ধান্তের পেছনে কাজ করেছে। ইউএসএমসিএ পুনর্মূল্যায়ন ঘিরে ওয়াশিংটনের কঠোর অবস্থান এবং চীনা পণ্যে মার্কিন শুল্কারোপ মেক্সিকোকে এ পথে ঠেলে দিতে পারে। যদিও প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম যুক্তরাষ্ট্রের প্রতি নতি স্বীকারের অভিযোগ অস্বীকার করেছেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর