[email protected] শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২

আগে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করা উচিত: র‍্যান্ডি ফাইন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫ ১৩:১২ পিএম

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র র‍্যান্ডি ফাইন আবারও বিতর্কিত মন্তব্য করে ক্ষোভের জন্ম দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, ফিলিস্তিনি জনগণকে ‘নিশ্চিহ্ন করে দেওয়া’ উচিত। একই সঙ্গে দম্ভ করে জানান, এ মতো বক্তব্যের কারণে কেউ তাঁকে ইসলামবিদ্বেষী বললেও তিনি তা পরোয়া করেন না।

র‍্যান্ডি ফাইন অতীতেও বহুবার ইসলামবিদ্বেষী ও ফিলিস্তিনবিরোধী মন্তব্য করেছেন। গত মঙ্গলবার কংগ্রেসের এক শুনানিতে তিনি অভিযোগ করেন, বসতি স্থাপনকারীদের ওপর ‘বর্ণবৈষম্যমূলক’ নিষেধাজ্ঞার কারণে অধিকৃত পশ্চিম তীরের কয়েকটি এলাকায় ইসরায়েলিরা যেতে পারেন না। ফাইনের দাবি ছিল, এসব নীতিই ইসরায়েলিদের চলাচলে বাধা তৈরি করছে।

কিন্তু বাস্তবতা ভিন্ন। নিরাপত্তার কারণ দেখিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীই পশ্চিম তীরে ফিলিস্তিনি শহরগুলোর প্রবেশমুখে সতর্কতামূলক সাইন ঝুলিয়ে রাখে, যাতে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা সেখানে না যায়। এই অঞ্চলগুলোর নিয়ন্ত্রণও ইসরায়েলি সেনাদের হাতেই।

ফাইনের উসকানিমূলক বক্তব্য মার্কিন রাজনীতিতে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। মানবাধিকারকর্মীরা বলছেন, এমন মন্তব্য গণহত্যা উসকে দেওয়ার শামিল এবং তা আন্তর্জাতিক নিয়ম–নীতি ও মানবাধিকারের পরিপন্থী।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর