[email protected] শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
২২ অগ্রহায়ণ ১৪৩২

এনইআইআর সংস্কারের দাবিতে যমুনা ফিউচার পার্কের সামনে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫ ১৮:১২ পিএম

ছবি : সংগৃহীত

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ ও মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগের দাবিতে রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এই অবরোধে কুড়িল বিশ্বরোড ও বিমানবন্দর সড়কজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। বহু পথচারীকে হাঁটতে বাধ্য হতে হয়।

ভাটারা থানার ওসি রাকিবুল হাসান জানান, ব্যবসায়ীরা প্রায় ১০ মিনিট সড়ক অবরোধ করেছিলেন। তবে অনুসন্ধানে দেখা যায়, বেলা ২টার দিকেও সড়ক অবরোধ চলছিল। বিমানবন্দর অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার এস এম হাসিবুর রহমান বলেন, যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক বন্ধ থাকায় খিলক্ষেত ফ্লাইওভার দিয়ে যান চলাচল পুরোপুরি থেমে আছে, ফলে পুরো বিমানবন্দর সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। অনেক যানই ঘন্টার পর ঘন্টা আটকে ছিল সেখানে।

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিয়াউর রহমান জানান, ‘মোবাইল বিজনেস কমিউনিকেশন বাংলাদেশ’ ব্যানারে কর্মরত ব্যবসায়ী ও কর্মচারীরা এই অবরোধে অংশ নিয়েছেন। তাঁদের সঙ্গে আলোচনা চালিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, বিটিআরসি আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর বাস্তবায়ন করতে চায়, যা নিয়ে ব্যবসায়ীদের আপত্তি তীব্র হয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর