[email protected] শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২

‘ট্রাম্প গোল্ড কার্ড’ চালু: ১০ লাখ ডলারে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫ ১৩:১২ পিএম

ছবি : সংগৃহীত

দায়িত্ব গ্রহণের পর থেকেই অভিবাসীবিরোধী নানা পদক্ষেপ নিলেও এবার নতুন ভিসা স্কিম চালু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘ট্রাম্প গোল্ড কার্ড’ নামে এই বিশেষ ভিসাকে তিনি গ্রিনকার্ডের চেয়েও শক্তিশালী বলে আখ্যা দিয়েছেন।

স্কিম অনুযায়ী, ১০ লাখ ডলার খরচ করলেই যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া যাবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১২ কোটি টাকারও বেশি।

ছাড়া মার্কিন প্রতিষ্ঠানে চাকরি নিয়ে দেশটিতে প্রবেশ করতে চাইলে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে দিতে হবে ২০ লাখ ডলার। বুধবার থেকে এই ভিসার জন্য আবেদনের ওয়েবসাইট চালু হয়েছে বলে হোয়াইট হাউসে ব্যবসায়ীদের সাথে আলাপকালে জানান ট্রাম্প। তাঁর দাবি, এই স্কিম মার্কিন কোম্পানিগুলোকে যোগ্য কর্মী ধরে রাখতে সহায়তা করবে।

বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানান, শুরুতে আবেদনকারীকে ১৫ হাজার ডলার প্রসেসিং ফি জমা দিতে হবে, যা ফেরতযোগ্য নয়। যাচাইবাছাই শেষে আবেদনকারীকে ১০ লাখ ডলার মার্কিন কোষাগারে জমা করতে হবে; বিশেষ ক্ষেত্রে অতিরিক্ত ফি দিতে হতে পারে।

এর আগে সেপ্টেম্বরে এইচওয়ান বি ভিসার আবেদন ফি কয়েকগুণ বাড়িয়ে এক লাখ ডলার নির্ধারণ করেছিলেন ট্রাম্প, যা নিয়েও ব্যাপক সমালোচনা হয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর