গাজীপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে পাঁচ স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। ১ ডিসেম্বর ভোর ৫টা থেকে সকাল ১০টার মধ্যে শ্রীপুর, পূবাইল মাঝুখান, গাজীপুর সদর চৌরাস্তা চান্দ্রা, কোনাবাড়ী আমবাগ ও কালিয়াকৈর পৌরসভার দিঘিরপাড় এলাকায় এসব আগুনের ঘটনা ঘটে।
পূবাইল মাঝুখানে ভোরে একটি তুলার গুদামে আগুন লাগে, যা দ্রুত আরও দুই গুদামে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে তিনটি গুদামের সব মালামাল পুড়ে যায়। কোনাবাড়ী আমবাগে একটি ঝুট গোডাউনে আগুনে পুরো গুদামের মালামাল পুড়ে ছাই হয়।
সকাল সাড়ে ৯টার দিকে কালিয়াকৈরের চান্দ্রায় একটি টিনশেড কলোনিতে ভয়াবহ আগুন লাগে, যাতে ৮০টি কক্ষ পুড়ে যায়। কর্মস্থলে যাওয়ার পর ফাঁকা কলোনিতে এক কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। ফায়ার সার্ভিস দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে রাত ২টার দিকে গাজীপুর সদর চান্দা চৌরাস্তা এলাকায় একটি দোকান ঘর ও রাত ১০টার দিকে শ্রীপুরে মুন্নী বেগমের বসতবাড়িতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানায়, পাঁচটি আগুনই নিয়ন্ত্রণে এসেছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন: