[email protected] শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২

‘খুন হতে পারি, কিন্তু মসজিদ করেই ছাড়ব’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫ ২০:১২ পিএম

ছবি : সংগৃহীত

তৃণমূল কংগ্রেসের অবস্থানের বিরুদ্ধে গিয়ে বাবরি মসজিদের শিলান্যাস করে বিতর্কে আসা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর এবার জমি–সংকট ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছেন। একদিকে ৩০ বিঘা জমি জোগাড়ে জটিলতা, অন্যদিকে প্রাণনাশের হুমকির অভিযোগ—সব মিলিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে।

বিধায়ক জানিয়েছেন, নিয়মিত হুমকি পাওয়ায় হায়দরাবাদের একটি বেসরকারি সংস্থা থেকে আটজন নিরাপত্তারক্ষী আনা হয়েছে। বুধবার থেকেই তারা তার নিরাপত্তার দায়িত্বে রয়েছে। যদিও রাজ্যের পক্ষ থেকে তার সরকারি নিরাপত্তা প্রত্যাহার করা হয়নি এবং তিনজন কনস্টেবল এখনও দায়িত্বে আছেন। তবু অতিরিক্ত নিরাপত্তার ব্যাখ্যায় হুমায়ুন বলেন, তাকে খুনের ষড়যন্ত্র হতে পারে।

এদিকে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে হায়দরাবাদ-ভিত্তিক মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির সঙ্গে সম্ভাব্য রাজনৈতিক জোট নিয়েও জল্পনা বেড়েছে। হুমায়ুন নিজেই জানিয়েছেন, ওয়েইসির সঙ্গে তার কথা হয়েছে এবং শিগগিরই বৈঠকে বসবেন।

মসজিদের জন্য নির্ধারিত ৩০ বিঘা জমি এখনও চূড়ান্ত হয়নি। আপাতত তিন কাঠা জমিতে প্রতীকী শিলান্যাস হলেও, প্রায় ২৫ বিঘা জমির ব্যাপারে আলোচনা অনেক দূর এগিয়েছে। হুমায়ুন বলছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্মাণ শুরু হবে এবং তখনই জমির বিষয়টি স্পষ্ট হবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর