[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ মে ২০২৫ ১৭:০৫ পিএম

ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা পূর্বে আওয়ামী লীগ করতেন, কিন্তু দলটির দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে সরব ছিলেন। এলাকায় যারা সম্মানিত ও ফ্রেস ছিলেন তারা বিএনপির সদস্য হতে পারবেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই বিএনপির সদস্য নবায়ন এবং দলের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে। স্বৈরাচার আমলে অনেকেই বিএনপির সদস্য হতে চেয়ে পারেননি। এখন সেই ভীতিকর পরিস্থিতি না থাকায় অনেকেই সদস্য সংগ্রহ অভিযানে সাড়া দেবেন।

তিনি জানান, বিএনপির লক্ষ্য, এক কোটির বেশি নতুন কর্মী দলে যুক্ত করা। সব বিভাগীয় শহরে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে বলেও জানান রিজভী।

সোর্স: আমার দেশ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর