[email protected] সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
৮ পৌষ ১৪৩২

ফুকুশিমার স্মৃতি ছাপিয়ে পরমাণু পথে ফেরার সিদ্ধান্ত, কাশিওয়াজাকি-কারিওয়া চালুর পথে জাপান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫ ১৯:১২ পিএম

ছবি : সংগৃহীত

২০১১ সালের ফুকুশিমা বিপর্যয়ের পর বন্ধ হয়ে যাওয়া বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কাশিওয়াজাকি-কারিওয়াকে পুনরায় চালুর প্রক্রিয়ায় আরও এক ধাপ এগোল জাপান। নিগাতা অঞ্চলের আঞ্চলিক পরিষদ কেন্দ্রটি সচলের পরিকল্পনায় সমর্থন দেওয়ায় সিদ্ধান্তটি আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে।

সোমবার আঞ্চলিক পরিষদের ৫৩ সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটে এ–সংক্রান্ত একটি সম্পূরক প্রস্তাব গৃহীত হয়। এর আগে গত মাসে নিগাতার গভর্নর হিদেয়ো হানাজুমি বিদ্যুৎকেন্দ্র চালুর বিষয়ে সম্মতি দেন। কেন্দ্রটি পরিচালনা করবে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো), যারা চূড়ান্ত অনুমতির জন্য জাপানের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করবে।

২০১১ সালের ১১ মার্চ ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমা দাইচি কেন্দ্রে পারমাণবিক দুর্ঘটনার জেরে জাপানের একাধিক চুল্লি বন্ধ করা হয়। তবে বর্তমানে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, ২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে বাড়তে থাকা বিদ্যুৎ চাহিদা পূরণে পারমাণবিক শক্তিতে ফের গুরুত্ব দিচ্ছে টোকিও।

তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ এখনো পুরোপুরি কাটেনি।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর