[email protected] সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
৮ পৌষ ১৪৩২

নির্বাচনের আগে মিয়ানমারে সেনা অভিযান, ভোটের আতঙ্কে ঘরছাড়া হাজারো মানুষ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫ ২০:১২ পিএম

ছবি : সংগৃহীত

মিয়ানমারে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন সামনে রেখে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল পুনর্দখলে সামরিক অভিযান জোরদার করেছে দেশটির সেনাবাহিনী। বিমান হামলা ও জোরপূর্বক ভোটে অংশ নেওয়ার আশঙ্কায় ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন বহু সাধারণ মানুষ, বিশেষ করে চিন রাজ্যে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে।

চিন রাজ্যের কে-হাইমুয়াল গ্রামের বাসিন্দা ইয়াং জা কিম জানান, বিমান হামলার আশঙ্কায় গভীর রাতে খাবার ও কাপড় নিয়ে জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হন তারা। তাঁর ভাষায়, ভোট দিতে অস্বীকার করলে গ্রেপ্তার ও নির্যাতনের ভয়ও পালানোর অন্যতম কারণ। একই অভিজ্ঞতার কথা জানান আরও অনেক বাসিন্দা।

স্থানীয়দের দাবি, গত তিন বছরের মধ্যে চিন রাজ্যে এটিই সবচেয়ে বড় সামরিক অভিযান। অনেকেই রাজ্যের ভেতরে কিংবা সীমান্ত পেরিয়ে ভারতের মিজোরাম রাজ্যে আশ্রয় নিয়েছেন। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে স্কুল ও গির্জাসহ বেসামরিক স্থাপনায় বিমান হামলায় শিশুদেরও প্রাণ গেছে।

এদিকে বিরোধী গোষ্ঠীগুলো নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে বলছে, এটি সামরিক শাসন দীর্ঘস্থায়ী করার কৌশল।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর