বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীতে সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে দলটি। এ উপলক্ষে রোববার তারিখ ২১ ডিসেম্বর দুপুর থেকে রাজধানীর বিশ্বরোড থেকে পূর্বাচলমুখী ৩০০ ফিট সড়কের একটি অংশে মঞ্চ নির্মাণকাজ শুরু হয়।
বিএনপি নেতারা জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে মঞ্চ নির্মাণ শেষ করতে কমিটির সদস্যরা দিনরাত কাজ করছেন। তাদের ভাষ্য, দীর্ঘ দেড় যুগ পর তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
দলীয় সূত্র জানায়, তারিখ ২৫ ডিসেম্বর তারেক রহমান ঢাকায় পৌঁছে বনানী-কাকলী হয়ে ৩০০ ফিট এলাকায় যাবেন এবং সেখানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেবেন।
এদিকে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের লিখিত অনুমতিও পেয়েছে বিএনপি। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রোববার রাত সাড়ে ৮টায় অনুমতিপত্রটি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে পাঠানো হয়।
উল্লেখ্য, দীর্ঘ নির্বাসিত জীবন শেষে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের বাণিজ্যিক ফ্লাইটে সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান।
মন্তব্য করুন: