[email protected] শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
৪ পৌষ ১৪৩২

চরম সংকটাপন্ন ওসমান হাদি, মৃত্যুর ঘটলে শাহবাগে কর্মসূচির হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫ ১৯:১২ পিএম

ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি এখনও জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সম্মতিতে সিঙ্গাপুরেই তাঁর জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৮ ডিসেম্বর বিকেলে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

সংগঠনটি দেশবাসীর কাছে ওসমান হাদির সুস্থতার জন্য দোয়া কামনা করলেও, একই সঙ্গে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে। পোস্টে বলা হয়, ওসমান হাদির মৃত্যু হলে দেশের সার্বভৌমত্ব রক্ষার দাবিতে শাহবাগে বড় ধরনের জমায়েত করা হবে।

হামলাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান এবং দেশব্যাপী কর্মসূচি চালিয়ে যাওয়ার আল্টিমেটামও দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির দাবি, অভিযুক্তরা দেশত্যাগ করলে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে তাদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

উল্লেখ্য, ওসমান হাদি গুরুতর আহত অবস্থায় বিদেশে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর অবস্থা ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উদ্বেগ ও উত্তেজনা।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর