[email protected] বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
৯ পৌষ ১৪৩২

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন রুমিন ফারহানা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫ ২০:১২ পিএম

ছবি : সংগৃহীত

বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি দুই দফায় প্রার্থী ঘোষণা করলেও শুরুতে ব্রাহ্মণবাড়িয়া–২ ও ব্রাহ্মণবাড়িয়া–৬ আসন ফাঁকা রাখা হয়। পরে জোটগত সমঝোতার অংশ হিসেবে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেয় বিএনপি। ফলে আলোচনায় থাকা সত্ত্বেও দলীয় মনোনয়ন পাননি রুমিন ফারহানা।

মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন বলে বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন। রুমিন ফারহানা জানান, মনোনয়ন ফরম সংগ্রহের আগে তিনি সম্মানের সঙ্গে দলীয় পদ থেকে পদত্যাগ করবেন।

দলীয় সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, আশা করা যায় তাঁর ক্ষেত্রে কঠোর কোনো পদক্ষেপ নেওয়া হবে না। নির্বাচনী প্রতীক ও আনুষ্ঠানিক প্রস্তুতির বিষয়টি শিগগিরই চূড়ান্ত হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর