[email protected] সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
৮ পৌষ ১৪৩২

মস্কোয় গাড়িবোমা হামলায় নিহত রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫ ২০:১২ পিএম

ছবি : সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোয় গাড়িবোমা বিস্ফোরণে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ নিহত হয়েছেন। সোমবার ২২ ডিসেম্বর সকালে গাড়ির নিচে পুঁতে রাখা বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৬ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, সারভারভ রুশ সশস্ত্র বাহিনীর অপারেশনাল ট্রেনিং বিভাগের প্রধান ছিলেন। ঘটনার পেছনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে ইউক্রেন আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

ঘটনাস্থল মস্কোর দক্ষিণাঞ্চলের একটি আবাসিক এলাকার কাছে। সেখানে তোলা ছবিতে একটি সাদা গাড়িকে সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় দেখা যায়। রুশ গণমাধ্যম জানায়, সারভারভ ওসেতিয়ন-ইঙ্গুশ সংঘাত, চেচেন যুদ্ধ এবং ২০১৫-১৬ সালে সিরিয়ায় রুশ সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ক্রেমলিন জানিয়েছে, ঘটনার পরপরই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিষয়টি অবহিত করা হয়েছে। উল্লেখ্য, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে মস্কোয় একাধিক রুশ সামরিক কর্মকর্তাকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর