[email protected] সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
৮ পৌষ ১৪৩২

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা নিয়ে মুখোমুখি ঢাকা–নয়াদিল্লি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫ ২০:১২ পিএম

ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে সাম্প্রতিক বিক্ষোভকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য এবং তার পাল্টা প্রতিক্রিয়ায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার মন্তব্যে পরিস্থিতি আরও স্পষ্টভাবে সামনে এসেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হাইকমিশনের নিরাপত্তা ভঙ্গের কোনো চেষ্টা হয়নি এবং কয়েক মিনিটের মধ্যেই পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতের ভূখণ্ডে অবস্থিত সব বিদেশি মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয়।

তবে ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতের এই বক্তব্য প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, কূটনৈতিক এলাকার ভেতরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভকারীরা কীভাবে প্রবেশ করল, তা গুরুতর প্রশ্নের জন্ম দেয়। তাঁর ভাষ্য অনুযায়ী, ঘটনাটি শুধু স্লোগানে সীমাবদ্ধ ছিল না; হাইকমিশনার ও তাঁর পরিবারের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা মন্তব্য করেন, হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়নি। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে ভারত কূটনৈতিক শিষ্টাচার ও আন্তর্জাতিক কনভেনশন মেনে চলবে।

বিশ্লেষকদের মতে, পারস্পরিক সংযম ও কূটনৈতিক সংলাপই এই উত্তেজনা প্রশমিত করতে পারে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর