চাঁদে স্থায়ী গবেষণা ঘাঁটি গড়ার পরিকল্পনার অংশ হিসেবে সেখানে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়টি বিবেচনা করছে চীন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানায়, সাংহাইয়ে এক উপস্থাপনায় চীনের এক জ্যেষ্ঠ মহাকাশ কর্মকর্তা এই সম্ভাবনার কথা তুলে ধরেন।
চীন ও রাশিয়ার যৌথ উদ্যোগে পরিকল্পিত ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন (আইএলআরএস) পরিচালনার জন্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এই পারমাণবিক কেন্দ্রের কথা ভাবা হচ্ছে। চীন ২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে। এরই অংশ হিসেবে ২০২৮ সালে চাং’ই-৮ মিশন চালুর পরিকল্পনা রয়েছে, যা ভবিষ্যতের স্থায়ী ও মানববসতিপূর্ণ চন্দ্রঘাঁটি নির্মাণের ভিত্তি তৈরি করবে।
চাং’ই-৮ মিশনের প্রধান প্রকৌশলী পেই ঝাওইউর উপস্থাপনায় বলা হয়, পারমাণবিক বিদ্যুতের পাশাপাশি চাঁদের বুকে বড় আকারের সৌর প্যানেল, তাপ ও বিদ্যুৎ সরবরাহের জন্য পাইপলাইন এবং কেবল ব্যবস্থাও গড়ে তোলা হতে পারে।
বিশ্লেষকদের মতে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে মহাকাশ গবেষণায় চীনের সক্ষমতা নতুন মাত্রা পাবে এবং ভবিষ্যতের চন্দ্র অভিযানে শক্তির নিরবচ্ছিন্ন জোগান নিশ্চিত হবে।
মন্তব্য করুন: