চীনের সমুদ্রতলে বিপুল পরিমাণ স্বর্ণের সন্ধান পাওয়ার দাবি উঠেছে, যা দেশটিকে নতুন করে বৈশ্বিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। দেশটির শানডং প্রদেশের ইয়ানতাই শহরের লাইঝৌ উপকূলের কাছে এই স্বর্ণভাণ্ডার আবিষ্কৃত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, এটি এশি1য়ার সবচেয়ে বড় সমুদ্রতলের স্বর্ণভাণ্ডার হতে পারে।
ইয়ানতাই সিটি সরকার এক সম্মেলনে জানায়, লাইঝৌ অঞ্চলে মোট স্বর্ণের মজুত বর্তমানে ৩ হাজার ৯০০ টনের বেশি, যা চীনের মোট স্বর্ণ মজুতের প্রায় ২৬ শতাংশ। যদিও সমুদ্রতলে সদ্য আবিষ্কৃত ভাণ্ডারটির সুনির্দিষ্ট পরিমাণ এখনও প্রকাশ করা হয়নি। এই তথ্য অনুযায়ী, স্বর্ণের মজুত ও উৎপাদন—উভয় ক্ষেত্রেই লাইঝৌ এখন চীনের শীর্ষ অঞ্চলে পরিণত হয়েছে।
এর আগে গত মাসে লিয়াওনিং প্রদেশে ১ হাজার ৪৪৪ টনের একটি ‘সুপার-লার্জ’ স্বর্ণভাণ্ডার এবং নভেম্বরে শিনজিয়াংয়ের কুনলুন পর্বতমালায় এক হাজার টনের বেশি সম্ভাব্য মজুতের আরেকটি ভাণ্ডারের সন্ধান পায় চীন। বিশেষজ্ঞদের মতে, ধারাবাহিক এসব আবিষ্কার বৈশ্বিক স্বর্ণবাজারে চীনের অবস্থান আরও শক্তিশালী করতে পারে।
মন্তব্য করুন: