[email protected] শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
২১ অগ্রহায়ণ ১৪৩২

যে কোনো সময় লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে, এয়ার অ্যাম্বুলেন্সে সহযোগিতা দিচ্ছে কাতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৫ ১৬:১২ পিএম

ছবি : সংগৃহীত

সব কিছু ঠিক থাকলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ ৪ ডিসেম্বর মধ্যরাতের পরে অথবা শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হতে পারে। তাঁর সার্বিক শারীরিক জটিলতা ও বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে দুপুরে এভারকেয়ার হাসপাতালে জানিয়েছেন চিকিৎসক জাহিদ হোসেন।

কাতার সরকার খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স সহায়তা দেবে, এই তথ্য বৃহস্পতিবার সকালে বিএনপিকে জানানো হয়েছে।

গত ১২ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণ কিছুটা উন্নতির পথে থাকলেও হৃদ্যন্ত্রের জটিলতা রয়ে গেছে। দেশেবিদেশে গঠিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা তত্ত্বাবধান করছে। গতকাল যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল এবং চীনের চার সদস্যের চিকিৎসক দল ঢাকায় এসে চিকিৎসায় যোগ দেন।

২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

এদিকে লন্ডনে নেওয়ার প্রস্তুতির খবর ছড়িয়ে পড়ায় আজও এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির নেতাকর্মীরা ভিড় করছেন। ইতিমধ্যে কাতারের সহায়তায় এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনার চিঠি চূড়ান্ত হয়েছে বলে জানা1 গেছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর