[email protected] সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
৮ পৌষ ১৪৩২

তোশাখানা রায়ে উত্তাল পাকিস্তান, রাজপথে নামার ডাক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫ ১৯:১২ পিএম

ছবি : সংগৃহীত

নতুন তোশাখানা মামলায় ১৭ বছরের কারাদণ্ডের রায়ের প্রতিবাদে দেশজুড়ে গণ-আন্দোলনের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। একই সঙ্গে ইসলামাবাদ হাইকোর্টে রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার এফআইএর একটি বিশেষ আদালত ইমরান খান তাঁর স্ত্রী বুশরা বিবিকে দণ্ড দেন। কারাগারে থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি বক্তব্য দিতে না পারলেও, এক্সে তাঁর আইনজীবীর মাধ্যমে প্রকাশিত বার্তায় ইমরান খান খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীকে রাজপথে আন্দোলনের প্রস্তুতির নির্দেশ দেন। তিনি বলেন, নিজেদের অধিকারের জন্য জাতিকে জেগে উঠতে হবে।

রায়কেভিত্তিহীন পূর্বপরিকল্পিতআখ্যা দিয়ে ইমরান দাবি করেন, কোনো তথ্যপ্রমাণ আইনি শুনানি ছাড়াই তড়িঘড়ি রায় দেওয়া হয়েছে। সংবিধান আইনের শাসন রক্ষায় আইনজীবী সমাজকেও আন্দোলনে নামার আহ্বান জানান তিনি।

পিটিআই একে রাজনৈতিক প্রতিহিংসা অসাংবিধানিক বলেছে। দলটির নেতারা দাবি করেন, দুর্বল সাক্ষ্যের ওপর ভিত্তি করে ইমরানের কারাবাস দীর্ঘ করতেই এই রায়।

মামলাটি সৌদি যুবরাজের উপহার দেওয়া বুলগারি জুয়েলারি সেট সংক্রান্ত, যা বাজারমূল্যের তুলনায় অনেক কম দামে নিজের কাছে রাখার অভিযোগে করা হয়।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর