বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ঘিরে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি চলছে। তিনি কবে ফিরবেন, এ বিষয়ে এখনো কোনো তারিখ ঘোষণা না হলেও বিএনপি ইতিমধ্যেই নিরাপত্তা, আবাসন ও অফিস-আয়োজনে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ডিসেম্বরের বিজয় দিবস ঘিরেই তার প্রত্যাবর্তন হতে পারে।
দলের দুটি শীর্ষ সূত্র জানিয়েছে, তফসিল ঘোষণার আগে বা পরপরই তিনি ফিরতে পারেন। এদিকে তিনি দেশে এলে কোথায় থাকবেন, তা প্রায় চূড়ান্ত। গুলশান–২ এভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িটি তাঁর জন্য প্রস্তুত করা হচ্ছে, সাজসজ্জা, নিরাপত্তা ও সিসিটিভি স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ধানমণ্ডির মাহবুব ভবনে ওঠার সম্ভাবনার কথাও আলোচনায় আছে। গুলশানের বাড়িটির নামজারি সম্পন্ন করে ইতোমধ্যে খালেদা জিয়ার হাতে হস্তান্তর করেছে অন্তর্বর্তী সরকার।
চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়েই তারেক রহমানের অফিস কক্ষ প্রস্তুত করা হচ্ছে। নিরাপত্তায় থাকবেন খালেদা জিয়ার সিএসএফ সদস্যরা। নির্বাচনী প্রচারণাকে সামনে রেখে একটি বুলেটপ্রুফ বাস ও একটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেয়েছে বিএনপি। আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদনও করেছে দলটি।
দলের নেতারা বলছেন, নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে অংশ নেবে বিএনপি এবং তিনি “খুব শিগগিরই” দেশে ফিরবেন বলে তাঁরা আশা করছেন।
মন্তব্য করুন: