ajbarta24@gmail.com শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫ ১৭:০৪ পিএম

সংগৃহীত

আগামী রমজানের আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চায় জামায়াতে ইসলামী। আজ বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় নিযুক্ত মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে বৈঠক শেষে সফররত মার্কিন প্রতিনিধি দলকে এ কথা জানায় দলটির আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতিতে তারা আস্থা রাখতে চান। তবে, জুনের দিকে প্রাকৃতিক নানা দুর্যোগ থাকায় সেসময় নির্বাচন করার মতো পরিবেশ থাকবে না। তাই ২০২৬ সালের রমজান মাসের আগে নির্বাচন করতে হবে।

জামায়াত ক্ষমতায় গেলে তাদের অর্থনীতি, পররাষ্ট্র ও নারীনীতি কেমন হবে, বৈঠকে তা জানতে চাওয়া হয়। এছাড়াও গণতন্ত্র প্রতিষ্ঠায় দলটির ভূমিকা নিয়েও আলোচনা হয়।

গণহত্যার দায়ে স্বচ্ছতার সাথে অভিযুক্ত আওয়ামী লীগের বিচারের কথাও এ সময় তুলেন বলে জানিয়েছেন জামায়াত আমির।

নির্ধারিত সময় আজ দুপুর ২টায় জামায়াতের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠক শুরু হয়। এরপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক হয় প্রতিনিধি দলের। আর বিকেল ৪টায় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করতে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে আসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ দলটির প্রতিনিধি দল।

সোর্স: যুমনা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর