ajbarta24@gmail.com মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
২ বৈশাখ ১৪৩২

ফিলিস্তিনিদের প্রতি ভালোবাসায় বাংলার গণজোয়ার, শুকরিয়া জামায়াত আমিরের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫ ১৭:০৪ পিএম
আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ৫:২৯ পিএম

ফাইল ছবি

মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশের সর্বস্তরের জনগণ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালন করায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১৩ এপ্রিল) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই প্রতিক্রিয়া জানান।

ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশের আপামর জনগণ, আলেম-ওলামা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, ছাত্র, তরুণ ও যুবকসহ সমাজের সর্বস্তরের মানুষ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি বাস্তবায়ন করেছেন। এ জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।’

তিনি আরও লেখেন, ‘এই কর্মসূচি বাস্তবায়নে কোনও ত্রুটি বা বিচ্যুতি হয়ে থাকলে, আমরা মহান রাব্বুল আলামীনের কাছে ক্ষমা চাই। তিনি যেন আমাদের ক্ষমা করে দেন।’

গাজীপুরে কয়েকটি ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, ‘যে বা যারা এসব ঘটনায় জড়িত, তাদের কোনোভাবেই সমর্থন করা যায় না। অবশ্যই তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে হবে। কর্মসূচির আয়োজকরা বারবার সবাইকে সতর্ক করেছেন, যেন কেউ কোনও অপকর্মে না জড়ায়। তবুও যারা এ কাজ করেছেন, তাদের উদ্দেশ্য যাই হোক না কেন, কর্মটি অবশ্যই মন্দ।

উল্লেখ্য, সম্প্রতি ফিলিস্তিনে চলমান হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হয়।

সোর্স: চ্যানেল 24 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর