ajbarta24@gmail.com শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
৩০ ফাল্গুন ১৪৩১

দুদকের মামলায় বেকসুর খালাস পেলেন মিয়া নূর উদ্দিন অপু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫ ১৬:০৩ পিএম

ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা মামলায় বেকসুর খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব, সাবেক ছাত্রদল নেতা ও শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী মিয়া নুরউদ্দিন আহমেদ অপু।

ঢাকার বিশেষ আদালতের বিচারক রেজাউল হকের আদালত বৃহস্পতিবার এই রায় দেন।

মামলার এজাহারে জানা যায়, ২০২১ সালের ২৮ জানুয়ারি দুদক বাদী হয়ে দুদক আইন-২০০৪ এর ২৬ (২) ধারায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। তবে দুদক ২৬ (১) ধারায় আসামি মিয়া নূর উদ্দিন আহমেদ অপুর প্রতি নোটিশ জারি না করেই মামলা দায়ের করে। মূলত আসামিকে তার সম্পদের বিবরণী দুদকে দাখিল করতে বলা হয়। পরবর্তীতে মামলাটি ঢাকার বিশেষ আদালত-১০ এ স্থানান্তরিত হয়।

একপর্যায়ে মামলা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে না পারায় আসামি মিয়া নূর উদ্দিন আহমেদ অপুকে বৃহস্পতিবার বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আদালতে মিয়া নূর উদ্দিন আহমেদ অপুর পক্ষে ছিলেন আইনজীবী খান মোহাম্মদ মঈনুল হাসান লিপন। তিনি জানান, সম্পূর্ণ পরিকল্পিতভাবে প্রতারণামূলক নোটিশ জারি দেখিয়ে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিলো মিয়া নূর উদ্দিন আহমেদ অপুর বিরুদ্ধে।

তিনি বলেন, মামলার আগে আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নোটিশ জারি করতে হয়। কিন্তু দুদক সেটি না করেই সরাসরি আইনের লঙ্ঘন ঘটিয়ে মামলা দায়ের করেছে। একে তো মামলাটি মিথ্যা এবং হয়রানিমূলক তার ওপরে আইনের লঙ্ঘন। ফলে সার্বিক বিবেচনায় ঢাকার বিশেষ আদালত-১০ এর বিচারক রেজাউল হক বৃহস্পতিবার মিয়া নূর উদ্দিন আহমেদ অপুকে এই মিথ্যা মামলা থেকে চূড়ান্ত অব্যাহতি দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে দ্রুত বিচার আইনে গুলশান থানায় ২০০৭ সালের ৮ মার্চ দায়েরকৃত মিথ্যা মামলায় গত ৪ মার্চ আদালত মিয়া নূর উদ্দিন আহমেদ অপুকে বেকসুর খালাস দিয়েছেন।

সূত্র: দৈনিক ইনকিলাব

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর