ajbarta24@gmail.com শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
৩০ ফাল্গুন ১৪৩১

একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতি স্বাধীনতা পায়নি: নায়েবে আমির

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০২ পিএম

সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আওয়ামী লীগের বিগত ১৭ বছরের জঞ্জাল মুক্ত না করে জাতি কোনো নির্বাচন চায় না। জঞ্জালমুক্ত করে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করার আগেই নির্বাচন দিলে, সেটি হবে একটি বিতর্কিত নির্বাচন। এজন্য আগে জঞ্জালমুক্ত করে প্রত্যাশিত সংস্কার করতে হবে। তবেই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের দিনব্যাপী ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, ‘একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতি শুধু একটা পতাকা পেয়েছে। নাগরিক স্বাধীনতা পায়নি। অথচ দেশের নাগরিকরা সেই সংগ্রাম মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে ভাতের অধিকার, ভোটের অধিকার ও বৈষম্যের বিরুদ্ধে। কিন্তু স্বাধীনতা অর্জনের দাবিদারদের হাতে আমাদের অর্জিত স্বাধীনতা লুণ্ঠিত হয়েছে। এ কারণেই বাংলাদেশের ছাত্র-জনতা ৫ আগস্ট দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে। এ স্বাধীনতা আর কাউকে নষ্ট করতে দেয়া হবে না। কারও বাপের সম্পত্তি হবে না বাংলাদেশের স্বাধীনতা। স্বাধীনতা অর্জনকারী এদেশের ছাত্রজনতাসহ সব ফ্যাসিবাদবিরোধী শক্তিকে নিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়তে চায়।’

সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘জামায়াতে ইসলামী ইতিবাচক ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। বিরোধিতা, প্রতিহিংসা ও ক্ষোভের রাজনীতির কবর রচনা করতে চায়। জামায়াতে ইসলামী একটা নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। এই নতুন ধারার রাজনীতির প্রবর্তক আমিরে জামায়াত।’

কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ আব্দুর রব।

সোর্স: সময়

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর