দৈনিক দিনকালের স্টাফ তানভীর আহমেদ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার বয়স হয়েছিল ৩০ বছর।রোববার (৬ অক্টোবর) দুপুরে মগবাজার ফ্লাইওভারে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিএনপির সহদফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তানভীর আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক শোকবার্তায় বিএনপির মহাসচিব বলেন, ‘তানভীর আহমেদের মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহানুভূতি জ্ঞাপন করছি। দৈনিক দিনকাল পত্রিকার স্টাফ হিসেবে তিনি তার ওপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। তিনি ছিলেন একজন সৎ ও সজ্জন মানুষ।’
নিহত তানভীরের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। বাদ এশা দিনকাল অফিসের সামনে তানভীরের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
মন্তব্য করুন: