ajbarta24@gmail.com বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার: উপদেষ্টা হাসান আরিফ

ন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৪ ১৮:১১ পিএম

ছবি: ফাইল ছবি

নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে। এখন সরকার ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে বলে জানিয়েছেন ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হাসান আরিফ বলেন, যারা নির্বাচন কমিশনে এসেছেন তারা সবাই অভিজ্ঞ। এই নির্বাচন কমিশন ভালো একটি নির্বাচন উপহার দিতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে কাজ চলছে। আন্তর্জাতিক পর্যটকরা এদেশে সম্পূর্ণ নিরাপদ বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে, শুক্রবার দুপুরে গাজীপুরে এক অনুষ্ঠানে যোগ দেন হাসান আরিফ। সে সময় ভারতে ভিসা প্রসঙ্গে তিনি বলেন, ভারত ভিসা দেবে না দেবে না এটা তাদের ব্যাপার। সেটি নিয়ে আমাদের কোন বক্তব্য নেই।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর