কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল লুইস গ্যাব্রিয়েল ফ্রান্সেচি’র নেতৃত্বে কমনওয়েলথের প্রতিনিধি দল বাংলাদেশ সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে এই সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি ।
সংবিধান সংস্কার কমিশনের প্রধান সংবিধান সংস্কার বিষয়ক চলমান কার্যক্রম ও পরিকল্পনা সংক্ষেপে প্রতিনিধি দলের কাছে তুলে ধরেন।
এ সময় কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল লুইস গ্যাব্রিয়েল ফ্রান্সেচি বলেন, বর্তমান সংস্কার কার্যক্রমে কমনওয়েলথের পূর্ণ সমর্থন রয়েছে। এছাড়াও তিনি সংবিধান সংস্কার বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ প্রতিনিধি দলকে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করতে সংবিধান সংস্কার কমিশন দৃঢ় প্রতিজ্ঞ।
এসময় কমনওয়েলথের অ্যাডভাইজার ও এশিয়া সুশাসন ও শান্তি বিষয়ক প্রধান ড. দিনুশা পন্ডিতরত্ন, অ্যাডভাইজার ও সুশাসনের প্রধান প্রফেসর মিশেল স্কোবি, আইন উন্নয়ন বিভাগের লিগ্যাল অ্যাডভাইজার মিস ন্যান্সি কানাইগো, সহকারী গবেষণা কর্মকর্তা স্বার্থক রায় উপস্থিত ছিলেন। এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (আন্তর্জাতিক সংস্থা) মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন।
মন্তব্য করুন: