ajbarta24@gmail.com শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
২৮ পৌষ ১৪৩১

১৯ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৪ ১৮:১১ পিএম

সংগৃহীত ছবি

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে গত ১৯ দিনে প্রায় ১৯ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৯ নভেম্বর) গণমাধ্যমকে এসব তথ্য জানান সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

বিজিবি সূত্রে জানা যায়, গত দুই দিনে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে অভিযান চালিয়ে ভারত থেকে আনা শাড়ি, কাশ্মীরি শাল, রসুন, মদ, বিয়ার, পাথর উত্তোলনের নৌকাসহ নানাসামগ্রী জব্দ করেছে বিজিবি। এসব পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৪১ লাখ ৬২ হাজার ১৭০ টাকা। এ নিয়ে গত ১৯ দিনে প্রায় ১৯ কোটি টাকার পণ্য জব্দ করা হয়েছে।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান কালবেলাকে বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে। এ নিয়ে প্রায় ১৯ কোটি টাকার পণ্য আটক করা হয়েছে এই মাসে। আটক পণ্যের বিষয়ে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর