অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আজ রোববার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বিটিভি ওয়ার্ল্ডে।
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জনগণের উদ্দেশে এই ভাষণে কথা বলবেন অধ্যাপক ইউনূস। তিনি দেশের বর্তমান অবস্থা, সরকারের অর্জন এবং চ্যালেঞ্জগুলো বিস্তারিত তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া, ভাষণে দেশের অর্থনীতি, সামাজিক উন্নয়ন, সুশাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও উঠে আসবে। জনসাধারণের জন্য এই ভাষণ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দুর্নীতির বিরুদ্ধে অভিযান, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং বিভিন্ন সংস্কার কার্যক্রম শুরু করেছে। আজকের ভাষণ সেসব উদ্যোগের অগ্রগতি সম্পর্কে জাতিকে জানাবেন বলে ধারণা করা হচ্ছে।
সন্ধ্যা ৭টায় ভাষণটি বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার হওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারিত হবে।
মন্তব্য করুন: