ajbarta24@gmail.com শনিবার, ৫ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

গণ-অভ্যুত্থানে শহীদদের জন্য সব মসজিদে দোয়ার ব্যবস্থা করবে ধর্ম মন্ত্রণালয়

ন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৪ ২২:১১ পিএম

ফাইল ছবি

গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ধারাবাহিকভাবে আগামী তিন শুক্রবার বাদ জুমা দেশব্যাপী সব মসজিদে এ দোয়া ও মোনাজাত আয়োজন করা হবে।

সোমবার (১১ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংস্থা-১ শাখা হতে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত এবং গুরুতর অসুস্থ ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আগামী ১৫, ২২ ও ২৯ নভেম্বর দেশের সব মসজিদে বাদ জুম'আ দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে এ পর্যন্ত শহীদ হওয়া ১ হাজার ৪২৩ জনের নামের তালিকা পেয়েছে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি।
কমিটির সদস্যসচিব ও সমন্বয়ক তারেকুল ইসলাম জানান, গণ-অভ্যুত্থানে আহত পাওয়া গেছে ২২ হাজার। চিরতরে পঙ্গু বা অঙ্গহানী হয়েছে এমন ব্যক্তির সংখ্যা ৫৮৭। আন্দোলনে চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে ৬৮৫ জন। তারমধ্যে ৯২ জনের দুই চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে। এছাড়া, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও সরকারের তরফ থেকে আলাদাভাবে শহীদ ও আহতদেরকে ভাতা বা অনুদান দেয়া হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর