[email protected] বৃহঃস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
৯ মাঘ ১৪৩২

এবার হজ প্যাকেজ ঘোষণা বৈষম্যবিরোধী এজেন্সির

ন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৪ ১৬:১১ পিএম

ছবি: সংগৃহীত

তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকরা। ৫ লাখ ১৮ হাজার, ৫ লাখ ৮৫ হাজার আর ৬ লাখ ৭৫ হাজার টাকার তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেন তারা।

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকরা বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেন। এসময় তারা ২০২৫ সালে হজ যাত্রীদের জন্য বিমানভাড়া ও আনুষঙ্গিক খরচ কমানোর দাবি জানান।

তারা বলেন, বিমান ভাড়া কিছুটা কমানো হলেও অন্তবর্তী সরকার চাইলে আরো বিমান ভাড়াসহ আনুষঙ্গিক খরচ কমানো সম্ভব। তারা আরও বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে নানা অনিয়ম ও নৈরাজ্যের মাধ্যমে হজ খরচ বাড়ানো হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছে হজযাত্রীরা। তবে সংকট নিরসনে সরকারের সহযোগিতা কামনা করেন তারা।

এর আগে, আগামী বছরের জন্য হজ প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয়। তাদের দাবি, এবার সরকারি দুটি প্যাকেজে গত বছরের চেয়ে ১ লাখ টাকার বেশি খরচ কমেছে। তবে সরকারের এই হজ প্যাকেজ প্রত্যাখ্যান করে বুধবার (৬ নভেম্বর) ৪৫ হাজার টাকা এবং প্রায় ১ লাখ ২৪ হাজার টাকা বেশিতে দুটি হজ প্যাকেজ ঘোষণা করে সাধারণ হজ এজেন্সির মালিকরা।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর