ajbarta24@gmail.com বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

জাতীয় পার্টির কার্যালয়ে ‘ফ্যাসিবাদবিরোধীদের’ আগুন, একদিনের কর্মসূচি ঘোষণা

ন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪ ২১:১০ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যার পর কাকরাইলে দলটির কার্যালয়ে এ আগুন দেওয়া হয়

 জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্য এলাকায় ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার’ ব্যানারে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে জাপাকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দেওয়ার পর কার্যালয় ঘেরাও করতে কাকরাইলের বিজয়নগর এলাকায় আসেন তারা। এসময় দলটির নেতাকর্মীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ বলেন, সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতাকে নিয়ে মিছিল শুরু করি। বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিল শেষ হওয়ার কথা। তবে মিছিলটি জাতীয় পার্টির কেন্দ্রীয় দফতরের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গেই উপর্যুপরি আক্রমণ করা হয়। আমাদের দলের প্রায় ২০ জন আহত হয়েছেন।

একদিনে কর্মসূচি ঘোষণা: এদিকে দলের চেয়ারম্যান ও মহাসচিব ছাড়াও নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় পার্টি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব ছাড়াও নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শনিবার (২ নভেম্বর) সমাবেশ অনুষ্ঠিত হবে। ওইদিন দুপুর ২টায় কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয় চত্বরে ওই সমাবেশ শুরু হবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর