আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, ২২ নভেম্বর সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে ৩.৩ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়। শুরুতে আবহাওয়া অফিসের পক্ষ থেকে ঢাকার বাইপাইলকে উৎপত্তিস্থল হিসেবে উল্লেখ করা হলেও পরে সংশোধিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকৃত উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পটি স্বল্পমাত্রার হলেও স্থানীয়ভাবে অনেকে হালকা কম্পন অনুভব করেছেন।
এর মাত্র ২৩ ঘন্টা আগে, ২১ নভেম্বর শক্তিশালী ৫.৭ মাত্রার ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা কেঁপে ওঠে। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকা। ওই ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ। কিছু এলাকায় ভবন হেলে পড়া এবং ফাটল দেখা দেওয়ার খবরও পাওয়া যায়।
টানা দুই দিন ধরে ভূমিকম্প অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা বলছেন, এই অঞ্চলে সক্রিয় ফল্ট লাইনের কারণে মাঝারি মাত্রার কম্পন ঘনঘন হতে পারে। শুক্রবারের তুলনায় শনিবারের কম্পন অনেক দুর্বল হলেও ধারাবাহিক ভূমিকম্প বড় ধরনের ঝুঁকির ইঙ্গিত হিসেবেও দেখা যেতে পারে।
মন্তব্য করুন: