[email protected] মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

শেখ হাসিনাসহ দণ্ডিতদের বক্তব্য প্রচার করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫ ১৫:১১ পিএম

ছবি : সংগৃহীত

শেখ হাসিনাসহ দণ্ডিত আসামিদের বক্তব্য–বিবৃতি প্রচার ঠেকাতে কঠোর সতর্কতা জারি করেছে সরকার। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ জানায়।

সংস্থাটি বলছে, পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের প্রচারিত মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য দেশের নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠছে। এসব বক্তব্য সহিংসতার আহ্বান ছড়াচ্ছে এবং বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাসসহ অপরাধমূলক কর্মকাণ্ড উসকে দিচ্ছে।

গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপরই ডিজিটাল মাধ্যমে তাঁর বক্তব্য প্রচার বাড়ায় সাইবার নিরাপত্তা সংস্থা সতর্কতা জারি করে।

এনসিএসএ জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার আদালতের প্রতি অবমাননা, যা সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। আইনটির অতিরাষ্ট্রিক প্রয়োগের কারণে দেশের বাইরে থেকেও কেউ এ ধরনের অপরাধ করলে তা বাংলাদেশেই সংঘটিত বলে গণ্য হবে। বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের দায়ে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা দশ লাখ টাকা অর্থদণ্ডের বিধানও উল্লেখ করা হয়।

সংস্থাটি জানায়, সহিংসতা উসকে দেওয়া বা জনশৃঙ্খলা ক্ষুণ্নকারী কনটেন্ট চিহ্নিত হলে তা দ্রুত অপসারণ বা ব্লক করতে প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের তাই দণ্ডিত আসামিদের বক্তব্য প্রচার থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর