মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার আগে ঢাকা পুরোপুরি সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সোমবার এই মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এবং বিটিভি সেটি সরাসরি সম্প্রচার করবে।
রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনলাইনে তাদের কর্মসূচি ঘোষণা করেছে। অন্যদিকে গত এক সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনাও বাড়ছে। শনিবার থেকে রবিবার পর্যন্ত একাধিক এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে, ইস্কাটনে একজন আহত হন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ চার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ আওয়ামী লীগ–সহ বিভিন্ন অপরাধে দুই শতাধিক ব্যক্তি আটক হয়েছে। পুলিশের দাবি, সম্ভাব্য নাশকতা ঠেকাতে সব বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং নাগরিকদেরও সোচ্চার থাকার আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে রাজনৈতিক দলগুলোর ঘোষণা অনুযায়ী, বিএনপি ও জামায়াতসহ আট-দলীয় জোট রায়কে কেন্দ্র করে মাঠে থাকবে। বিএনপিপন্থি আইনজীবীরা হাইকোর্ট এলাকায় বিক্ষোভ করে শেখ হাসিনার ফাঁসি দাবি করেছেন। জামায়াত জানিয়েছে, তারা নাশকতা প্রতিরোধে মাঠে থাকবে।
প্রসিকিউশন জানিয়েছে, রায় ঘোষণার পর শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে। একই সঙ্গে আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ ও আহত পরিবারের ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার আবেদনও করা হয়েছে।
মন্তব্য করুন: