[email protected] বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
৯ আশ্বিন ১৪৩২

গাজা নিয়ে পোস্ট দেয়ায় উপস্থাপককে বরখাস্ত, প্রতিষ্ঠানকে ১ লাখ ডলার জরিমানা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৯ পিএম

ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ান সম্প্রচারমাধ্যম এবিসি, ফিলিস্তিনের প্রসঙ্গে পোস্ট দেওয়ায় সাংবাদিক অ্যান্তো লাতুফ কে বরখাস্ত করায় আদালতের রায়ে বিপাকে পড়েছে। এর আগেই লাতুফকে ৭০ হাজার অস্ট্রেলিয়ান ডলার ক্ষতিপূরণ দিলেও বিচারক ড্যারিল রাঙ্গিয়া এবিসিকে আরও জরিমানার নির্দেশ দেন, যাতে তারা "শিক্ষা নেয়"।

রাঙ্গিয়া বলেন, "একটি লবি গ্রুপকে খুশি করতে গিয়ে এবিসি নিজের কর্মীর অধিকার বিসর্জন দিয়েছে এবং জনগণকে হতাশ করেছে।"

লাতুফ ছিলেন এবিসি রেডিও সিডনির মর্নিং শোতে অস্থায়ী উপস্থাপক। কিন্তু মাত্র তিন শিফটের পর তাকে হঠাৎ সরিয়ে দেওয়া হয়। এর কিছু সময় আগেই তিনি হিউম্যান রাইটস ওয়াচের একটি পোস্ট শেয়ার করেছিলেন, যেখানে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র হিসেবে অনাহার ব্যবহারের অভিযোগ তোলা হয়।

এবিসি দাবি করে, লাতুফ তাদের সামাজিক মাধ্যমে নিরপেক্ষতা সংক্রান্ত নীতি ভেঙেছেন। তবে বিচারকের মতে, ইসরাইলপন্থী লবিস্টদের চাপেই তাকে সরানো হয়।

ঘটনার পর এবিসির স্বাধীনতা ও বৈচিত্র্যপূর্ণ কর্মী সহায়তা নীতির ওপর প্রশ্ন তুলেছে অনেকেই।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর