[email protected] শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
২৯ ভাদ্র ১৪৩২

দুদিনেও শেষ হয়নি জাকসুর ভোটগণনা, ফল জানা যাবে সন্ধ্যা ৭টায়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও ২১টি হল সংসদ নির্বাচনের ভোট গণনায় ৩৪ ঘণ্টা পার হলেও চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়নি। বৃহস্পতিবার অনুষ্ঠিত ১০ম জাকসু নির্বাচনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চললেও অভিযোগ উঠেছে অনিয়ম, অস্বচ্ছতা ও পক্ষপাতের।

রাত ১০টা ১০ মিনিটে ভোট গণনা শুরু হয়। শুক্রবার চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ও পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস অসুস্থ হয়ে মারা যাওয়ায় গণনায় আরও বিলম্ব হয়। একই দিনে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেন।

সিনেট ভবনের সামনে শিক্ষার্থীরা নির্বাচন বিলম্ব ও কমিশনের অপেশাদারিত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক কামরুল আহসান গণনায় গতি বাড়ানোর জন্য অতিরিক্ত জনবল ব্যবহার এবং টেবিল সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল আজ শনিবার সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মুনিরুজ্জামান।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর