[email protected] বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
৯ আশ্বিন ১৪৩২

ট্রাম্প উঠতেই জাতিসংঘের চলন্ত সিঁড়ি থেমে গেল, কে করল এ কাজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৯ পিএম

ছবি : সংগৃহীত

জাতিসংঘ সদর দপ্তরে পৌঁছেই এক বিব্রতকর ঘটনার শিকার হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার চলন্ত সিঁড়িতে পা রাখার সঙ্গে সঙ্গেই সেটি আচমকা থেমে যায়। এরপর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, “জাতিসংঘ থেকে আমি দুটি জিনিস পেয়েছি একটি খারাপ চলন্ত সিঁড়ি ও একটি খারাপ টেলিপ্রম্পটার।”

তার এ মন্তব্যে উপস্থিত অনেকেই হেসে ওঠেন।

জাতিসংঘ জানায়, ট্রাম্পের ভিডিওগ্রাফার চলন্ত সিঁড়িতে উল্টোভাবে ওঠার সময় নিরাপত্তা ফাংশন সচল হয়ে যাওয়ায় সেটি থেমে যায়। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি চলন্ত সিঁড়িতে ওঠার সময় জাতিসংঘের কেউ যদি সচেতনভাবে এটি থামিয়ে দেয়, তবে তাকে সঙ্গে সঙ্গে বরখাস্ত এবং তার বিরুদ্ধে তদন্ত করা উচিত।’

টেলিপ্রম্পটার বিভ্রাট নিয়েও ট্রাম্প মঞ্চেই ঠাট্টা করেন। তবে জাতিসংঘ জানায়, তারা নিজস্ব টেলিপ্রম্পটার সরবরাহ করেনি হোয়াইট হাউস নিজেরাই এনেছিল।

জাতিসংঘের মুখপাত্র বলেন, নিরাপত্তাব্যবস্থা সক্রিয় ছিল মানুষের সুরক্ষার জন্য। এখনো হোয়াইট হাউস এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর